ছাতকে চলামান কঠোর লকডাউনের ৫ম ও ৬ষ্ঠ দিনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৮টি মামলায় ১০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয় ।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান সরকারী বিধিনিষেধ অমান্য করার অপরাধে ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১১টি মামলায় ৭ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেন ।
এসময় কাঁচাবাজার, ফলের দোকান, হোটেল রেস্তোরা ব্যবসায়ীকে সর্তক করে দেন তিনি। ৫ম দিনে গোবিন্দগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
লকডাউনে সরকারী বিধিনিষেধ অমান্য করা অপরাধে ৭ টি মামলায় ৩ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।