ছাতকে করোনা মহামারীর কারনে ক্ষতিগ্রস্থ কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা মাইক্রোবাস শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দগঞ্জ মাইক্রোবাস সমিতির ১৬৬ জনকে সরকারী খাদ্য সহায়তা এবং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৫শ পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে আনুষ্ঠানিক বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
এসময় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, টেগ অফিসার মতিউর রহমান, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদসহ উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ানে ছাতক মাইক্রেবাস সমিতির ১৪১ পরিবহন শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল তেল, লবন, আটা, চিনি, লাচ্ছা সেমাই, মুড়ি ও সাবান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.