ছাতকে কৃষি অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তাবায়িত বোরো ধান বীজ উৎপাদন (প্রদর্শনী)’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ পরিচালক দিলীপ অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ সহকারী ফারুক আহমদ, আনিসুর রহমান। দক্ষ কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রহমান, সায়াদ আহমদ, ছালেক মিয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা এরশাদ মিয়া। মাঠ দিবসে এলাকার সর্বস্তরের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ যুগান্তর/আরএইচ