নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত ছাতকের মেহেরুন নেছা একাডেমীর উদ্যোগে বাঙ্গালী জাতির চির ঐতিহ্যের ধারক ও বাহক শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর মেহেরুন নেছা একাডেমী প্রাঙ্গনে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল। একাডেমীর প্রিন্সিপাল ও পরিচালক আশরাফুল আলম রুম্মানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল তানিয়া আক্তারের সঞ্চালনায় পিঠা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালারুকার বেসিক লার্নার একাডেমীর চেয়ারম্যান নাজমুল হোসেন, ইউপি সদস্য বাহার উদ্দিন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষাবিদ একরাম হোসেন। এসময় একাডেমী ও মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফাস্টফুডের শ্লো-পয়জনিংয়ের কারণে বিশেষ করে শিশুরা স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যায়র সম্মূখীন হয়ে থাকে। শিশুদের ফাস্টফুড বিমুখ করতে ঘরে তৈরী রকমারি পিঠা উত্তম বিকল্প হতে পারে। এ দিক থেকে শীতকালীন পিঠা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মনে করেন। বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।##