ছাতকে কঠোর লকডাউনের ২য় দিন ছিল অনেকটা ঢিলেঢালা। প্রশাসনিক নজদারীতে ১ম দিনের লকডাউন ছিল চোখে পড়ার মতো। কিন্তু ২য় দিনে এর চিত্র ছিল ভিন্ন। সাধারন পরিস্থিতির মতোই শহরে প্রচুর লোক আশা-যাওয়া করেছে। রিক্সার পাশাপাশি শহরে অটো-রিক্সা এবং বিচ্ছিন্নভাবে সিএনজি-ফোরষ্টোক চলাচল করতে দেখা গেছে। অর্ধ সাটারে দোকান খোলা রেখে কেনা-বেচা ছিল স্বাভাবিক।
দূরপাল্লার কোন বাস চলাচল করতে দেখা যায়নি। ১ম দিনে বিধি নিষেধ অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে বিভিন্ন দোকানীদের কাছ থেকে ১৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ছাতক শহর ও গোবিন্দগঞ্জে বিধিনিষেধ অমান্য করার অপরাধে ৮ দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস শীল এবং শহরের নোয়ারাই বাজারে বিধিনিষেধ না মানা কয়েকটি দোকানীকে ৭ হাজার টাকা জরিমান ধায্য ও আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান।