ছাতকে লকডাউন কার্যকর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। ঈদের পর লকডাউনের তৃতীয় দিন রবিবার (২৫ জুলাই) সকাল থেকেই মাঠে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আদায় করা হয়েছে জরিমানা। জানা গেছে, ছাতক শহর ও গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন। এসময় বিভিন্ন ব্যবসায়ীদের ও পথচারীদের সর্তক করে দেয়া হয়। অভিযানের সময় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। শহরে সতর্কতামূলক মাইকিং করতে দেখা গেছে সেনাবাহিনীকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন জানান, লকডাউন কার্যকর করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।