সুনামগঞ্জ জেলার ছাতকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়। ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি পালন হয়।
মঙ্গলবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়। এছাড়া অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
২৭ জুৃলাই (মঙ্গলবার) বিকাল ৪ টা ৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত শাহীন আহমেদ চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত শাহীন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা নজরুল চৌধুরী, মিসহাক আহমদ মিসবাহ, ক্বারী সাইফুল ইসলাম, সম্রাট চৌধুরী, কামাল আহমদ, পাবেল আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, যুবলীগ নেতা জাহাঙ্গির আলম তারেক, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল চৌধুরী, মিজানুর রহমান, সোহাগ আহমদ, শামীম মিয়া, রন দাস, পৌর ছাত্রলীগ নেতা রাজীব তরফদার, রুবেল তালুকদার জনি, আবির তালুকদার, শিপন আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা সহিদুল ইসলাম প্রমুখ। এসময় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
প্রসঙ্গত বাংলাদেশ আওয়ামী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে আওয়ামীলীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে প্রমাণ রেখেছেন।