ছাতকে ইয়াবা ট্যাবলেট সহ ৬ মাদক কারবারি কে আটক করেছে র্যাব-৯। বুধবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে ইয়াবা সহ তাদের আটক করা হয়। এ সময় মাদক কারবারিদের ব্যবহৃত নাম্বার বিহীন একটি মোটরসাইকেল জব্ধ করা হয়। আটকৃতরা হলো ছাতক শহরের বাগবাড়ী এলাকার মৃত মরম আলীর পুত্র রাকিব মিয়া(২৩), নারায়ন দাসের পুত্র সুচক দাস(২৭), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ফুটারচর গ্রামের আবুল কাসেমের পুত্র মোজ্জাম্মেল(২১), বৈটাখাল গ্রামের জিলাদ মিয়ার পুত্র জুয়েল মিয়া(২৩), দুলচাতন গ্রামের আব্দুস সহিদের পুত্র কবির হোসেন(২৪) ও জিটকা গ্রামের নুরুল ইসলামের পুত্র ইব্রাহিম (২২)। আটকৃতদের ছাতক থানায় সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটকৃতরা দীর্ঘ দিন ধরে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক কারবারের সাথে জড়িত। গোপন সংবাদদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে র্যাব সদস্যরা। তাদের কথা-বার্তায় অসঙ্গতি দেখা দিলে এক পর্যায়ে তাদের বডি তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছে রাখা মোট ৩ হাজার ৭৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার বাজার মুল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় র্যাব-৯ এর সুবেদার জামাল উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। #
সেলিম মাহবুব,সিলেটঃ