ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালে করোনা ভ্যাকসিন নিতে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বুধবার সকালে হাসপাতালে গিয়ে সরজমিন এ চিত্র দেখা গেছে।
টিকা নিতে আসা মানুষকে সামাল দিতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। কর্তব্যরত ইপিআই টেকনিশিয়ান আবুল হোসেন, ভিজিটর জুবেরা বেগম, সিনিয়র স্টাফ নার্স জেরি জেচিন্তা পাথাং, মোহাম্মদ তারেক আহমেদ, প্রনতি নমঃ, আয়েশা বেগম ঝর্ণা নিরবিচ্ছিন্ন ভাবে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
২০ শয্যা হাসপাতালের ইনচার্জ ডা. সাইদুর রহমান জানান, ভ্যাকসিনের রেজিস্ট্রেশন না করে অনেকেই হাসপাতালে আসছেন ভ্যাকসিন গ্রহণ করতে। এজন্য লোকসমাগম বেশি হচ্ছে। করোনা ভ্যাকসিন নিয়মমতো সবাইকে দেয়া হবে। এজন্য সরকার ইউনিয়নে-ইউনিয়নে কেন্দ্র খুলে সকলের ভ্যাকসিন গ্রহণের বিষয়টি নিশ্চিত করে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.