ছাতকে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের কবুতর ও শরালী মোরগের হাট বসেছে শুক্রবার। উপজেলা কবুতর পালনকারী সংস্থার উদ্যাগে এ হাট বসানো হয়েছে। বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এস,এম চৌধুরী মার্কেটের সামনে বিকেলে এ হাট বসানো হয়। হাটে দেশি-বিদেশি কবুতর ও শরালী মোরগ বিক্রির হার ভালো ছিলো। আয়োজক সংস্থার লোকজন জানান প্রতি শুক্রবার বিকেলে এখানে নিয়মিত হাট বসবে।
এসময় ব্যবসায়ী মোজাম্মেল হক চৌধুরী, কবুতর পালনকারী সংস্থার সভাপতি মঈনুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি রেদোয়ান আহমদ, মেহেদী হাসান সোনা মিয়া, সাধারণ সম্পাদক হিফজুর রহমান সমর, সাংগঠনিক সম্পাদক মোশায়েক শাহরিয়ার, অর্থ সম্পাদক তানভীর আহমেদ রাজু, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন রাসেল, কবুতর ও মোরগ পালনকারী মতিউর রহমান সাদেক, মঞ্জুরুল আলম, সুমন আহমদ, শ্রাবণ দে, জিল্লুর রহমান, সুমন লাল, মোহাম্মদ আলী, ইসলাম উদ্দিন, রেজাউল হক, আব্দুল কাহার চৌধুরী রিফাত, আল আমিন, সেলিম আহমদ, মেহেদী হাসান, জাবেদ আহমদ, সাহাব উদ্দিন, রাশেদ আহমদ, আমান চৌধুরী, রাইয়ান আহমদ, মেহরাব হাসান তাহমিদ, তোফায়েল আহমদ, লিপন মিয়া, কয়েছ মিয়া সহ কবুতর ও মোরগ পালনকারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী হাটে ক্রেতা বিক্রেতার ভালোই ভীড় ছিলো।
দেশ যুগান্তর/আরজে