ছাতকে গোপাল জিউর মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের মন্ডলীভোগস্থ দ্বীনেন্দ্রনাথ পুরকায়স্থ মন্টু বাবুর বাড়িতে মন্দিরের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
এর আগে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন দ্বীনেন্দ্রনাথ পুরকায়স্থ মন্টু বাবুর কন্যা সাবেক পৌর মহিলা কাউন্সিলর বিথীকা দাস পুরকায়স্থ বিথী ও তার স্বামী পীযুষ দাস। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, প্রকৌশলী রতন দেবনাথ, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কৃষ্ণদাস রায়, ডাঃ কৃপাসিন্ধু দাস নিমাই, সমরেন্দ্র কর, বাবুল রায়, ভাস্কর নাগ, সমরজিত কর, স্বপন তরফদার, নান্টু বর্ধন, শুকলাল ঘোষ, নিতাই রায়, চম্পু দত্ত, গোবিন্দ ঘোষ, কালীদাস পোদ্দার, সিন্টু দাস, তনু রায়, শিক্ষক আশিষ কুমার দাস, শিক্ষক দোলন তরফদার, শংকর দাস, বিশ্বজিত ঘোষ, রামু রায়, ভানু দাস, দিপক কর,রাজন ঘোষ, অখিল নাগ, শিবু আচার্য্য, মুক্তি আচার্য্য, সুজিত কর, আলো দাস, মানিক তালুকদার সহ সনাতন ধর্মাবলম্বি লোকজন উপস্থিত ছিলেন।
দেশ যুগান্তর/আরজে