ছাত্রলীগের হামলায় ব্যবসায়ী বেল্লাল (৫০) আহত। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮ ঘটিকার দিকে উত্তর হামছাদী ইউনিয়নের পাটওয়ারী হাট আবজলের দোকানের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
সদর হাসপাতালে আহত ব্যবসায়ী বেলাল হোসেন জানিয়েছেন, গত কিছু দিন আগ থেকে আমার বড় ভাই আমানত উল্ল্যাহ রসুলপুর ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য কারেন্টের ফাঁদ পাতে এ ঘটনাকে কেন্দ্র করে সজিব, তারেক, মাসুমদের সাথে বিরোধ দেখা দিলে সোমবার রামগঞ্জ মোহাম্মাদিয়া পুলিশ ফাঁড়িতে বৈঠক হয় সেখানে আমানত উল্যার শাস্তি স্বরুপ জরিমানা করে সমস্যা সমাধান করা হয়।
পরে রাত সাড়ে ৮ ঘটিকার দিকে আবজলের দোকানের সামনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব পাটওয়ারী,এবং তারেক পাটওয়ারী মাসুমের নেতৃত্বে ৩-৪ টি মটর সাইকেল আরোহি এসে আমাকে এলোপাতাড়ি লোহার রড এবং ধারালো চুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ সময় আমার শোরচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সজিব তার দলবল নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমি এঘটনায় উল্লেখকৃত ব্যক্তিদের প্রশসনের হস্তক্ষেপে শাস্তি দাবি জানাচ্ছি
মঙ্গলবার সজিব পাটওয়ারী জানিয়েছেন আমানত উল্যা ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ পাতে এতে যে কোন মুহূর্তে সাধারণ মানুষ কারেন্টে ফাঁদে পড়ে দুঘটনায় ঘটতে পারে তায় আমি তাদের সর্তক করি বেল্লালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এড়িয়ে যান তিনি।