চলমান লকডাউনে দলীয় নেতা কর্মীদের ক্ষতিগ্রস্থ জনগনের পাশে থাকতে হবে এবং লকডাউনে কোন লোক যেন না খেয়ে মরে সেটা স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা কর্মীদের বিশেষ নজর দেয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি।
তিনি ৪ জুলাই (রবিবার) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভাস্থ বাজার উন্নয়ন কাজের অগ্রগতি পরির্দশন কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন- বর্তমান সরকার জনগণের কল্যানের কথা ভেবেই কঠোর লকডাউন দিয়েছে।এই লকডাউন কার্যকর করতে প্রশাসন কে সহযোগিতা করতে নেতা কর্মিদের এগিয়ে আসতে হবে। মির্জা আজম এমপি তার নির্বাচনি এলাকায় নিয়মিত সফর শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা কালে এই পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন -জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, হাজরাবাড়ি পৌর মেয়র প্রার্থী ও ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বাবু,মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সাদারণ সম্পাদক শেখ ফরিদ,পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন তোতা,ছাত্রলীগের আহবায়ক জাকিরুল ইসলাম সজিব প্রমুখ ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.