প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৩:৪৮ পি.এম
জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে জমিসংক্রান্ত জেরে বোরহানের ছেলে ৭ বছরের শিশু রবিউল হাসান কে আছড়ে নির্যাতন করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির শামছুল হক সহ তিন জনের বিরুদ্ধে।
১৮ নভেম্বর (সোমবার ) আনুমানিক দুপুর ১২ টায় ঝাউডগী গ্রামের ৯নং ওয়ার্ড, ক্যাম্পের হাট বোরহান উদ্দিনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে রায়পুর থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়।
এঘটনার বিবরণ দিতে গিয়ে শিশু রবিউল হাসান আতংকিত অবস্থায় গণমাধ্যমে কেঁদে কেঁদে বলেন, " আমি বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করতে ছিলাম। হঠাৎ প্রতিবেশী দাদা শামছুল হক এসে আমাকে মারধর করে, আমাকে তার মাথার উপর তুলে দুই বার আছাড় দেয় এতে আমি জোরে চিৎকার করতে করতে অচেতন হয়ে যাই, লোকজন এসে আমাকে উদ্ধার করে। "
রবিউলের মা আক্তারী বেগম বলেন, " আমাদের সাথে প্রতিবেশী শামছুল হকের সাথে বিগত দশ বছর যাবত দুই ডিসিম জমি নিয়ে বিরোধ চলছে, চলাচলের জন্য তাদের থেকে জমি কিনেছিলাম কিন্তু সে জমি দখলে দিচ্ছেনা। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিসি হয়েছে, তারা কোন আইনকানুন, বিচার-শালিসি কিছু মানেনা। এতে করে আমাদের অনেক টাকা ক্ষতি হয়েছে। ঘটনার দিন হঠাৎই শামসুল হক আমার ছেলেকে এসে মারধর করে, ওর চিৎকারে আমরা দৌড়ে এসে ছেলেকে উদ্ধার করি। তখন আমাদেরকেও মেরে গুম করার হুমকি দেয়। আমার ছেলে এখন রায়পুর হাসপাতালে ভর্তি। যার রেজি নং ৩২৯০/১১৬, আমার ছেলের সর্বশরীর জখমে ফুলে গেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি। "
এবিষয়ে অভিযুক্ত শামছুল হকের সঙ্গে মুঠোফোনে এই নাম্বারে 01865192087 কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে রায়পুর থানার এস আই সাখাওয়াত হোসেন বলেন, "অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এস.এম/দেশ যুগান্তর
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.