করোনার প্রভাব জামালপুরের মেলান্দহে কুরবানি গরু আকবর বাহাদুরর বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন এক কৃষক। তিনি মালঞ্চ গ্রামের মরহুম আঃ সোবহান মন্ডলর ছেলে বীরমুক্তিযাদ্ধা আলহাজ সাইদুর রহমান লেবু। আকবর বাহাদুরর উচ্চতা ৫ ফুট ৩ইঞ্চি, দর্ঘ্য ৫ ফুট ৯ ইঞ্চি এবং বড় ৭ ফুট ৮ ইঞ্চি। দুই বছর দুই মাস ১০দিন বয়সী আকবর বাহাদুরর ওজন প্রায় ১হাজার কজি।
লেবু জানান-করোনায় লকডাউনের প্রভাব বাহাদুরকে বাজারে বিক্রির সুযোগ পাওয়া যাচ্ছে না। নিভতপল্লীত বসবাস কর অনলাইনেও বিক্রির কান নিয়ম কানুনও জানি না। আবার অনলাইনে বিক্রির নাম প্রতারণার ফাঁদে পড়ার আশংকাও ভয় পাচ্ছেন এই কৃষক। ওদিক কুরবানির ঈদ ঘনিয়ে আসলেও করোনার কারণে হাট-বাজার পশু বেচা-কেনারও কোন সাড়া মিলছে না। প্রতিদিন আকবরের খাদ্য বাবদ খরচ হচ্ছে প্রায় ১হাজার টাকা।
আকবর বাহাদুরের খবরাখবর বিভিন এলাকা থেকে মানুষ লেবুর বাড়িতে আনাগোনা করছে। ইতিমধ্যেই আকবর বাহাদুরকে কেনার জন্য ১০ লাখ টাকার কাছাকাছি দাম ওঠেছে। লেবুর ইছা বাহাদুরকে ১২ লাখ টাকায় বিক্রি করবেন। আগ্রহী ক্রেতারা ০১৭২১৩৬১৩৪৭ যোগাযোগের অনুরাধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.