জামালপুর করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় ঢেউ মোকাবেলা, জনসচেতনা পথসভা ও লিফলেট এবং মাস্ক বিতরন করা হয়েছে।
১৭জুলাই (রবিবার) দুপুর ১২ টায় জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন আহম্মেদের নির্দেশনায় মেলান্দহ থানা অফিস্যার ইনচার্জ ময়নুল ইসলাম সহ সকল পুলিশ সদস্যর আয়োজনে - মেলান্দহ বাজার, নয়ানগর, ডেফলা ব্রিজ শ্যামপুর বাজার, টনকী বাজার সহ বিভিন্ন এলাকায়, করোনা ভাইরাসের সংক্রমণ কোভিড (১৯) দ্বিতীয় ঢেউ মোকাবেলা, বিস্তার রোধকল্পে পথসভা, জনসচেতনতা, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে-মেলান্দহ থানার অফিস্যার ইনচার্জ ময়নুল ইসলাম বলেন -প্রাণগাতি মরণ ব্যাধি কোভিড ১৯ এর থাবার সম্মুখ সারির যোদ্দা হিসেবে শুরু থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.