ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নগদ ৫শ টাকা করে জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের প্রায় ৬হাজার ৪শ ৩২ জন হত দরিদ্র পরিবারের মাঝে প্রদান করা হয়েছে।
এ বছর ঈদের আগে চাউল বিতরণ না করে তার পরিবর্তে এসব নগদ অর্থ সহায়তা প্রদান করছেন সরকার। রবিবার সকালে ঝাউগড়া ইউনিয়ন পরিষদে জিআর এর আওতায় ৫শ জন নগদ ৫শ টাকা করে প্রদান করা হয় শুধু তাই নয় ভিজিএফ এর আওতায় ৫হাজার ৯শ ৩২ জন উপকার ভোগীর মাঝে ৪৫০ টাকা করে সহায়তা প্রদান করা হবে বলে জানান ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আন্জুমনোয়ারা হেনা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার উপজেলা রির্সোটের কর্মকর্তা হাবিবুর রহমান, ইউ পি সচিব, তাসলিমা জামান নিপা, ,জেলা ছাএলীগের সহ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ইউপি সদস্য আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ বছর এসব অর্থ প্রদানে কোন দালালকে সুযোগ দিতে নিষেধ করেছেন চেয়ারম্যান আন্জুমনোয়ারা হেনা চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.