বিভিন্ন এলাকায় বজ্রপাতে ৬ কৃষক হত, আহত ৫
জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে ছয় কৃষক নিহত হবার ঘটনা ঘটেছে। ২০ মে বিকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় ইসলামপুর উপজেলার পৃথক চারটি ইউনিয়নে বজ্রপাতে ৬ জন নিহত ও ৫জন আহত হয়েছে বলে জানাযায়, নিহতের পরিচয় জানা গেছে।
উপজেলার পাথর্শী ইউনিয়নের জব্বার আলীর ছেলে মো,এনামুল (৩৫), হাসান শেখের ছেলে কালা শেখ (৪৫) কাইলে শেখে ছেলে শাজাহান (৩৮), প্রজাপতি ইউনিয়নের কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল,ইউনিয়নের আখির মাহমুদের ছেলে সহিজল (৫০) এছাড়াও পলবান্ধা ইউনিয়নের কান্ডু শেখের ছেলে জাবেদ আলী (৬৮)।
আহত হলেন, হামেদা,বিষ্ণু, রাজা, দেলোয়ারা ও ইনসাফ
জানা যায়, হঠাৎ আকাশ অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি শুরু হলে এক সময় তুমুল বজ্রপাত ঘটতে থাকে, কৃষকেরা ওই সময় ফসলের মাঠে কৃষি কাজে ব্যস্ত ছিলো। কোন কিছু বুঝার আগেই ৬ জন ঘটনাস্থলেই মারা যায়। সময় আরো পাঁচ জন আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করে। একই সময় কৃষক আক্তার আলীর তিনটি গরু মাঠে ঘাস খাওয়া সময় বজ্রপাতে মারা যায়।
ইসলামপুর অফিসার ইনচার্জ ৬জনের নিহত হওয়া ঘটনা সতত্য স্বীকার করেন।