দেশে করোনার পাদুর্ভাবের মধ্যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কুরবানি পশু কেনা গো – হাট। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্বে কোন বালাই নেই এই গো-হাট গুলোতে।
ক্রেতা – বিক্রীতার উপঁচে পড়া ভীড়। ১২ জুলাই সোমবার জামালপুর জেলার উল্লেখযোগ্য কিছু গো- হাটে কোরবানির পশু- গরু,মহিষ,ছাগল,ভেড়া ছিলো নজর কাড়ার মতো।এসব হাট- বাজারের মধ্যে ইসলামপুরের নাপিতের চরগো- হাট,গোয়ালের চর গো- হাট,মেলান্দহের মাহমুদপুরের গো- হাট, মাদারগঞ্জ তেঘরিয়া গো- হাট সহ জেলার বিভিন্ন স্থানে এই গো -হাট বসে।
জামালপুরের জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ জানান- স্বাস্থ্যবিধি অনুসরন করে প্রতিটি উপজেলা ও পৌর এলাকায় পবিত্র ঈদুল আযহার কোরবানি উপলক্ষে সীমিত আকারে কোরবানির পশু ক্রয়- বিক্রয়ের জন্য প্রশাসনে অনুমতি ক্রমে হাট- বাজার বসতে পারবে। তবে এর সঠিক একটি পরিসংখ্যন আছে যা জেলা প্রশাসক মহোদয় বলতে পারবে। জেলা প্রশাসক মুর্শেদা জামানের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।