বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

জামালপুরে বিভিন্ন স্থানে গণটিকার উদ্বোধন ও টিকা প্রধান

সামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫৩৮ বার দেখা হয়েছে

জামালপুরে গণটিকাদানের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জামালপুর পৌরসভার পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার শরিফপুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, প্রমুখ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে আজ গণটিকার উদ্বোধন করা হলো। সারাদেশের ন্যায় আজ থেকে মেলান্দহ ,মাদারগঞ্জ, ইসলামপুর ,দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, সরিষাবাড়ী ও জামালপুর সদরসহ সাত উপজেলার ৬৮টি ইউনিয়ন ও ৭ টি পৌরসভায় ৪২ হাজার ৬ শত ডোজ, প্রধান করা হবে।

তিনি আরও বলেন, জেলায় ৭৯টি কেন্দ্রে ২১৩টি বুথে টিকা দেওয়া হবে। প্রথম দিনে ৪২ হাজার ৬০০ টিকাদানের টার্গেট করা হয়েছে। জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে প্রতিদিন টিকাদান দেওয়া হবে। প্রত্যেক সেন্টারে প্রতিদিন ২০০ করে টিকাদান দেওয়া হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ইউনিয়নে একটি সেন্টারে ৩টি বুথের মাধ্যমে ৬০০ করে টিকা দেওয়া হবে। সিভিল সার্জন আরও জানান, টিকাদান কেন্দ্রগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে। প্রত্যেকটি বুথে ৫জন কর্মী কাজ করবেন। তাদের মধ্যে টিকা দেওয়ার জন্য ২জন ভেক্সিলেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।

কোভিড-১৯ টিকাদন ক্যাম্পেইনে শুরুতে টিকা নেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ।
এছাড়াও জেলা শহরে মির্জা আজম অডিটোরিয়ামে নিদিষ্ট একটি টিকা প্রধান কেন্দ্র রয়েছে। সেখানে সপ্তাহের ছুটির দিন ছাড়া প্রতিদিন ১১শত ডোজ টিকা দেয়া হয়। জামালপুরের বৃহৎ জনগোষ্টিকে টিকার আওতায় আনার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102