সারাদেশের ন্যায় জামালপুরে শহরে কঠোর লকডাউন। শহরে ডুকার আগেই মানবিক পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কঠোর ভাবে পুলিশি নজরদারী থাকায় জেলা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় শহরের ব্যাস্ততম সড়ক গুলোতে দেখাগেছে কেউ বাইরে বের হলেও তাকে বুঝিয়ে শুনিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। টানা কয়েকদিনের ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ১জুলাই ভোর থেকেই পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ভুমিকা পরিদর্শনের জন্য বিভিন্ন চেকপোস্টে পরিদর্শন করেছেন জেলা মানবিক পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার
পরিদর্শন কালে জেলা পুলিশ সুপার বলেন, মহামারি করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে নিজে মাস্ক পরুন, অন্যকে মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করুন।
তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন সময়ে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঔষধ সেভা থাকবে।
স্বাস্থ্যকর্মি ও লোকজনসহ পুলিশ-আনছার, র্যাব, বিজিবিকে মাঠে থাকতে দেখা গেছে। জেলা সদর ছাড়াও মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশিগঞ্জ এবং সরিষাবাড়িতেও কঠোর লকডাউন পালিত হয়েছে।
একদিনেক টানা ভারীবর্ষণ অপরদিকে লকডাউন, এমতাবস্থায় নিন্ম আয়ের মানুষের জীবন জীবিকা ব্যহত হচ্ছে। তথাপি বিনাকারণে ঘর থেকে বাইরে বের হলেই মানুষকে জবাবদিহি করতে হচ্ছে। সার্বক্ষণিক মোবাইল কোর্ট চলমান ছিল। মোবাইল কোর্ট পরিচালনাকালে জরিমানাও করতে দেখা গেছে।
লকডাউন চলাকালে দুরপাল্লা বা অভ্যন্তরিন যান চলাচল বন্ধ ছিলো। বিশেষ প্রয়োজনে কিছু কিছু জায়গায় ছোটখাট যানবাহনও তেমন চলাচল করেনি ।