জামালপুরের মেলান্দহে শিশু বলাৎকারের ঘটনায় বিশু মিয়া (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ সেপ্টেম্বর বিকেলে পাশের জেলা শেরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন।
গ্রেপ্তারকৃত বিশু মিয়া মালঞ্চ এলাকায় নয়ানগর ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ের পিয়ন। সে ২১ সেপ্টেম্বর বিকেলে মালঞ্চ গ্রামের আবুল কাশেমের ৮ বছরের শিশু বায়েজিদকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে পায়ুপথে ধর্ষণ করে। পরে ওই শিশুকে জামালপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর থেকেই বিশু মিয়ার গ্রামের বাড়ি শেরপুরে গিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। #
মোঃ ছামিউল ইসলাম (জামালপুর)
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2025 দেশ যুগান্তর. All rights reserved.