জামালপুর সদর উপজেলার বিভিন্ন অবৈধ কারখানায়, মঙ্গলবার দিন ব্যাপী অভিযান পরিচালনা করেছে র্যাব-১৪।
অভিযান কালে তারা বিপুল পরিমান খাদ্যদ্রব্য ও দৈনদিন ব্যবহারিক বিভিন্ন পন্য জব্দ করেন। অভিযানে অংশ নেন জামালপুর সদর উপজেলার ভুমি কর্মকতা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, র্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহাসহ র্যাব ১৪ সদস্যরা।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারার নকল ভোজ্য পন্য উৎপাদন ও সংরক্ষনের দায়ে ভাম্যমান আদালতের মাধ্যমে, শহরের বিসিক শিল্পনগরীর জান্নাত বেকারীর স্বাত্বাধিকারী ফারুক আহম্মেদ (২৭) কে ও নূর জাহান বেকারীর স্বাত্বাধিকারী হুমায়ুন কবির তাদের দুজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন।
পরে রানাগাছা ইউনিয়নের কানীল এলাকা থেকে একই ধারাই নকল ভোজ্য পন্য উৎপাদন ও সংরক্ষনের দায়ে ভাম্যমান আদালতের মাধ্যমে বানারের পাড় এলাকার আমিনুর ইসলামের পুত্র হামিদুল ইসলামকে (৩৮) ও কানীল এলাকার সাইফুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম (৫২) উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন।