জামালপুরের মেলান্দহে কঠোর লকডাউনের দ্বাদশ দিন (৩ আগষ্ট) মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান লকডাউন কার্যকর করতে নিষেধাজ্ঞা অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া, বিধিনিষেধ অমান্য করে জুয়েলার্স , হার্ডওয়্যার গামেন্টস দোকান খোলা রাখা, অকারণে শহরে ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করায় মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ১৪ টি মামলায় সর্বমোট ২২ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে স্বাস্থ্য বিধি অমান্য করায় মানকি সকাল বাজার ও বেলতৈল বাজারে ৪ টি মামলায় সর্বমোট ২হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন।
এসময় মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, সরকারের দেওয়া বিধি নিষেধ বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে। আমরা মাঠে আছি, আপনারা ঘরে থাকুন। আপনার নিজের জীবন, পরিবারের কথা ভেবে হলেও আপনারা ঘরে থাকুন। এসময় তিনি সকলকে ঘরে থাকার পরামর্শ প্রদান করেন এবং সরকারের দেওয়া নিষেধাজ্ঞা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ থানা পুলিশ।
করোনারোধে চলমান কঠোর লকডাউনের বিধি-নিষেধ কার্যকরে ভ্রাম্যমান আদালত ও জনসাধারণের মাঝে জনসচেতনতা তৈরির এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.