জামালপুর সদরে নয়াপাড়ায় এলাকা মোসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনার পর গা ডাকা দিয়েছে স্বামী রুবেল মিয়া (৩৫) পলাতক পাসন্ড স্বামী রুবেল মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের ছেলে বলে জানাগেছে। শুক্রবার দুপুরে শহরের পূর্ব নয়াপাড়া এলাকায় নিহতের বাবার বাড়ি থেকে গৃহবধু মোসলিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের পুত্র রাজ মিস্ত্রি রুবেল মিয়া প্রায় দুই বছর আগে বিয়ে করে জামালপুর শহরের নয়াপাড়ার মৃত মোকছেদ আলী শেখের কন্যা মোসলিমা আক্তারকে। বিয়ের পর থেকে ঘর জামাই থাকে রুবেল। মোসলিমার এর আগে আরো দুইটি বিয়ে হয়েছিল এবং দুটি সন্তান রয়েছে। পারিবারিক বিরোধে শুক্রবার ভোররাতে স্ত্রী মোসলিমাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরের বিছানায় রেখে পালিয়ে যায় স্বামী রুবেল।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দুপুরে গৃহবধু মোসলিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.