জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বন্যা আগাম সকর্তবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে কর্মশালায় জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজনুর রহমান, প্রকল্প সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকার, উপপ্রকল্প সমন্বয়ক প্রবীর কুমার দাস , বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রার্থ প্রতীম বড়–য়া, প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সাইদুর রহমান খান , গ্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ফখরুল আরেফিন, ফিল্ড কো-অর্ডিনেটর আফতাব আহমেদ, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামাণিক, উন্নয়ন সংঘের প্রকল্প সমন্বয়কারী হামিদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য সহ মোট ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন#
মোঃ ছামিউল ইসলাম(জামালপুর)