জামালপুর শহরে গত কয়েক বছরে উন্নয়নের ছোয়া লেগেছে। কিন্তু একটু বৃষ্টি হলেই জমে হাটু পানি। এ যেন কয়েক বছরের শহর বাসীর চিরচেনা দৃশ্য। সর্বক্ষেত্রে উন্নয়ন হলেও বদলেনি এ দৃশ্য। ভাগ্য ফেরেনি শহর বাসীর বরং দূর্ভোগের মাত্রা বেড়েই চলছে। একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যায়। জামালপুর শহরে জনদুর্ভোগ চরমে।
বর্ষাকালে ইউড্রেন মেরামত, ণির্মান, রাস্তা উন্নয়ন, বাসা- বাড়ী ণির্মানের জন্য মালামাল রাখা জন্য রাস্তা ব্যবহার,কন্ট্রাস্টশনের কাজে সড়ক ইতিমতো ব্যবহারসহ নানাবিধ কারণে শহরে জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে।তার মধ্যে বর্ষার বারিধারা পানি নিষ্কাশনের ব্যবস্থা তুলনা মুলক কম থাকায় এবং ড্রেনগুলো অনিয়মিত পরিষ্কার করণ,জনসচেতনতার অভাব,পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় ও ব্যবহার না থাকায় এবং ফুটপাত কম ব্যবহার,ওভার ব্রীজ ণির্মান কাজ ধীর গতি, তুলনা মাফিক বেশি অটো বাইক চলাচল ইত্যাদি কারণে জামালপুর শহরে নানাবিধ সমস্যায় জনদুর্ভোগ বেড়েছে। সামান্য বৃষ্টিতে পাঁচ রাস্তায় কোমর পানি,মেডিকেল রোডে (লম্বাগাছ) এলাকায় প্রায় সারা বছর হাটু পানি, গেইটপাড়, শেরপুর বাইপাস মোড়, কাচারিপাড়া, সফিমিয়া বাজার, বানিয়াবাড়ী বাজার, ভোকেশনাল মোড়,বজ্রপুর, সিএ অফিস এলাকা, বেলটিয়া পুলিশ লাইন রোডসহ অনেক এলাকায় রাস্তায় হাটু পানি, ও সডক মরণ ফাঁদে পরিণত হয়েছে।
শহরে জণদুর্ভোগ কমাতে এবং শহরবাসীর জীবনমান উন্নয়নে রাতদিন কাজ ও বাস্তবায়িত প্রকল্পগুলো দেখবাল করতে সার্বক্ষনিক তদারকি করছেন জামালপুর প্রথম শ্রেণির পৌরসভার নবনির্বাচিত মেয়র জামালপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ ছানোয়ার হোসেন ছানু।
দেশ যুগান্তর/আরজে