জামালপুরের মেলান্দহে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরভাতা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে (২০ মার্চ) শনিবার বিকেল ৩টায় মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মির্জা আজম এমপি।
ট্রাস্টের সভাপতি আতিকুর রহমান ভুট্রোর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আবু সালেহ গেন্দা, সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি আ: সোবহান বিএসসি, সাবেক উপজেলা সভাপতি মফিজ উদ্দিন, ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলায়মান আলী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বিএসসি। অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত ৬জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।