দেশব্যাপী কঠোর লকডাউন চলছে , এমন অবস্থায় গতকাল শুক্রবার হঠাৎ ঘোষণা করেন রপ্তানিমুখী সকল কলকারখানা আগামী ১ আগস্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংবাদ শোনার পর পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে কর্মস্থান মানুষ ঢাকার উদ্দেশ্যে।
কিন্ত কোনো ধরনের যানবাহন না পাওয়ায় যাত্রা পথে মহা বিপাকে পড়ছে বগুড়া অঞ্চলের হাজার হাজার মানুষ ।
আজ শনিবার ৩১ জুলাই সকালে ধুনট অঞ্চল হতে ঢাকার একমাত্র পথ শেরপুর ধুনট মোড়ে জড়ো হতে থাকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করা লোকজন। সকাল ৮ টার পরে ধুনট শেরপুর মোড়ে শুরু হয় যানজট সমায় বাড়ার সাথে সাথে জনসমুদ্রে তা রুপ নেয়। একসময় তারা গোটা শেরপুর বাস স্টান মোড় অবরোধ করে ফেলে। এসমায় তাদের অনেকে দিগুণ ভাড়া দিয়ে মাইক্রো ও ট্রাকে করে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে।
দেশ যুগান্তর/আরজে