যমুনা সারকারখানার ছাটাইকৃত অস্হায়ী শ্রমিকদের পুর্নবহালের দাবীতে বিক্ষোভ,মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১১ টায় জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সারকারখানা প্রধান ফটকের সামনে এ সব কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচি শেষে যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অশ্বিণী কুমার ঘোষ এর কাছে ছাটাইকৃত শ্রমিকদের পক্ষে হেদায়তুল ইসলাম স্বাক্ষরিত স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য শেখ রাসেল,উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি রইছ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আজমত আলী,তারাকান্দি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক তোজাম্মেল হক,দৈনিক ভিত্তিক (অস্থায়ী) শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান জান্নাত এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সাখাওয়াত আলম মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। আগামী তিন দিনের মধ্যে ছাটাইকৃত শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে নেয়ার জোর দাবী জানান বক্তারা ও বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ ব্যাপারে যমুনা সারকারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মঈনুল হক জানান,যমুনা সারকারখানার ৪৮৬ জন অস্থায়ী শ্রমিক কর্মরত থাকার বিষয়ে অনুমোদনের জন্য জেএফসিএল এর উর্ধবতন কর্তৃপক্ষের নিকট অবগত করা হয়েছে। তিনি আরও জানান অডিট আপত্তির কারণে ১লা সেপ্টেম্বর থেকে ৬১ জন দৈনিক ভিত্তিক শ্রমিক ছাটাই করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.