মো: জিয়াউল,ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লাখ টাকার লাক্ষা মাছ।
ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের জালে মাছগুলো ধরা পড়ে।
ট্রলারের জেলেরা জানান, মাত্র দুইবার জাল ফেলে তারা ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন। প্রতিটি মাছের ওজন ৭ থেকে ২০ কেজি। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাত্র ৫ দিনের মধ্যেই তারা ফিরে এসেছেন।
ট্রলারের মালিক দুলাল ফকির জানান, কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় ভালো লাভ হয়েছে।
পাড়েরহাট মৎস্য বন্দরের আড়ৎদার আবু আলী বলেন, ৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন জানান, মাছগুলো পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম বেশি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.