জামালপুরের মেলান্দহ উপজেলার পশ্চিম ঝাউগড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আশেক আলী আহত হয়ে হাসপাতালে
এলাকাবাসী ও আশেকের পরিবার জানায় - ২৮ মে শুক্রবার নামাজের আগে আশেক আলী তার ফসলী জমিতে বীজ বপনের জন্য গেলে প্রতিপক্ষ বাবুল হাসান ও তার মধ্যে কথাকাটাকাটি হয়, পরে এক পর্যায়ে বাবুল হাসান সহ তার লোকজন সঙ্ঘবদ্ধ হয়ে তাকে মারধর করে আহত করে।
জানা যায় পশ্চিম ঝাউগড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে মৃত আহেদ আলী মন্ডলের ছেলে আশেক আলীর সাথে মৃত শহর উল্লাহ সরকারের ছেলে শাহাবুদ্দিন, আব্দুল আওয়াল,আমিরুজ্জামান তোতা গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আব্দুল আওয়ালের হুকুমে বাবুল হাসান, ঘর থেকে সালেমা বেগম নামে এক মহিলা এনে দেওয়া কুপা দা দিয়ে আশেক আলী কে কুপ দিলে মাথা আগত করে যখম করে ।
উক্ত সংঘর্ষে বাবুল হাসান এর সাথে ছিল চাচা আমিরুজ্জামান তোতা, জাহাঙ্গীর, সুজা মিয়াসহ অজ্ঞাতনামা আরো কয়েক জন।
জখমি আশেক আলীর ডাক চিৎকারে তার স্বজনরা এগিয়ে এসে দুর্বৃত্তদের কাছ থেকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সৌমিত্র কুমার আশেক আলী কে হাসপাতালে ভর্তি করে ।
উক্ত ঘটনায় আশেক আলীর স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.