ঝিনাইদহ জেলায় সকল পৌর এলাকায় শনিবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে। এব্যাপারে জেলা প্রশাসকের কার্যলয় হতে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান জানান, হঠাৎ করেই করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় শনিবার থেকে ৭ দিনের জন্য বিকাল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত। শুধুমাত্র জেলা শহরে ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দুরপাল্লার যানবাহন চলাচল অব্যাহত থাকেবে। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবেনা। জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। নিজের সচেতনতাই, নিজের ও নিজের পরিবারের সবচেয়ে বড় রক্ষাকবচ। তিনি আরো জানান মহেশপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ৬টি ইউনিয়নে পুর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৭দিন বাড়ানো হয়েছে। জেলায় এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৬২ জন।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.