ঝিনাইদহের হরিণাকুন্ডুতে করোনায় আক্রান্ত হয়ে জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মুত্যু হয়েছে।
শুক্রবার সকালে রঘনাথপুর বিশ্বাস পাড়ার নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন। মৃত জাহানারা বেগম হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর বিশ্বাস পাড়ার হবিবর রহমানের স্ত্রী।
হরিণাকুন্ডু উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য আল-আমিন জানান, জাহানারা বেগম করোনায় আক্রান্ত হলে বৃহস্পতিবার হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর তার অবস্থার অবনতি হলে ডাক্তার ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন তাকে রাতে বাড়ীতে নিলে সকালে মৃত্যু বরন করে। দুপুর ইসলামী শরীয়া মোতাবেক পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ১৫২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৫৪ জনের করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১৮, শৈলকুপায় ৯, হরিণাকুন্ডেু ৭, কালীগঞ্জে ৭, কোটচাঁদপুরে ৩ ও মহেশপুরে ১০ জন আক্রান্ত হয়েছে।
দেশ যুগান্তর/আরজে