নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও কিউদের কাছে কোনো পাত্তাই পেল না টাইগাররা।
মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টায় নেপিয়ারের ম্যাকলিন পার্কে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হয়।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া ১৬ বলে ৩৪ রান করেন ড্রেইল মিশেল।
বৃষ্টি আইনে ১৬ ওভারে ১৭১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১০.১ ওভারে এক উইকেটে ৯৪ রান করে জয়ের পথেই ছিল বাংলাদেশ। শেষ ৩৫ বলে প্রয়োজন ছিল ৭৮ রান। স্কোর বোর্ডে দ্রুত রান তুলতে গিয়ে শেষ ৩৫ বলে ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস গুটায় টাইগাররা।
২৭ বলে ৫১ রান করে ফেরেন সৌম্য সরকার, ৩৫ বলে ৩৮ রান করেন ওপেনার মোহাম্মদ নাইম। এছাড়া ২১ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে খেলতে পারেননি মুশফিক, বাজে ফর্মের কারণে বাদ পড়েন মোস্তাফিজ। ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরেন তামিম।
২৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.