কক্সবাজার-টেকনাফ মহাসড়কে পায়রা পরিবহনের বাসের ধাক্কায় দুইজন পথচারী রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত দুই রোহিঙ্গা শিশু টেকনাফের ২৫-ক্যাম্প ডি-২৬ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫) ও সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৮)। ক্যাম্প-২৫ এর প্রধান মাঝি নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, টেকনাফ-কক্সবাজারগামী পায়রা সার্ভিস নামের একটি বাস দ্রুত গতিতে আসতে দেখা যায়। এসময় লেদা ব্রিজের পাশে দুইজন রোহিঙ্গা শিশু রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তখন দ্রুত গতিতে আসা পায়রা সার্ভিস বাসটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই শিশু নিহত হয়। এ বাসের ভেতর সবাই ট্যুরিস্ট ছিল।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, আমার খবর পেয়েছি ঘটনাস্থলে আমাদের পুলিশ যাচ্ছে।#
জামাল উদ্দীন- কক্সবাজার
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2025 দেশ যুগান্তর. All rights reserved.