জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বঙ্গোপসাগরে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের বাসিন্দা দিদার চৌধুরী জালে উঠে এল ৩ লাখ ৫০ হাজার টাকার ১৭মণ ছুরি মাছ
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে বাহারছড়ার হলবনিয়া সমুদ্রসৈকতে মাছগুলো পাঁচটি স্তুপ করে ৩লাখ ৫০হাজার টাকায় বিক্রি করা হয়।এমাছের শুটকি হিসেবে প্রচুর চাহিদা রয়েছে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ীরা।
পরে কক্সবাজার টেকনাফের মাছ ব্যবসায়ীরা যৌথভাবে সৈকতে গিয়ে ১৭ মণের ছুরি মাছ ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরের মাছ খুবই সুস্বাদু। এ মাছ সাধারণত ১-২ কেজি ওজনের হয় ছোট মাছ রোদে শুকিয়ে খেলে স্বাদ বেশি । কোনো সময় ছুরি মাছ বেশি জেলেরা পায় । প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে এমন মাছের ঝাক জেলের জালে পড়ে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.