জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ বিজিবি২ ব্যাটলিয়ন সীমান্তে চোরাচালান প্রতিরোধ,মাদক নিয়ন্ত্রণ,সন্ত্রাস নির্মূল সহ আইন শৃংখলা পরিস্হিতি নিয়ন্ত্রণ রাখতে অন্যান্য প্রশাসনের পাশাপাশি দৃড়চিত্তে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তারই ধারা বাহিকতায় ১২ ই ডিসেম্বর সকালে টেকনাফ ২ বিজিবি র অধীনস্থ দমদমিয়া বিজিবি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে ( বিআরএম ৭) এর ৬শ, গজ দক্ষিণে গেয়েন্দা তথ্যের ভিত্তিতে
বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশি পিস্থল,দেশীয় তৈরী ১ টি ২ নলা বন্দুক,১ টি হ্যান্ড গ্রেনেট,৩৭ রাউন্ড গুলি,১ টি দা, ২ কেজি ১৪০ গ্রাম খ্রিস্টাল মেথ আইস, ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি কাঠের নৌকা সহ ২ জন কে আটক করাহয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
আটক কৃতরা হলেন উখিয়া কুতুপালং৭ নং ক্যাম্পের বি ব্লকের মোঃ শরীফের পূত্র,মোঃ জোবায়ের(৩০)ও কুতুপালং ২ নং ক্যাম্পের ডি ব্লকের আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (১৯) কে আটক করতে সক্ষম হয়। আটক কৃত ২ জনই নবী হোসেন গ্রুপের স্বক্রিয় সদস্য বলে টেকনাফ ২ ব্যাটলিয়ন বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল মহিউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে দাবী করেন।
অপর দিকে একই দিন সকাল ১১টায় টেকনাফ কক্সবাজার সড়কের হোয়াইক্যং বিজিবি র তল্লাশী চৌকিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা সহ কক্সবাজারের জানারঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে মোঃওমর ফারুক নামের একজন কে আটক করা হয় বলে জানাগেছে। এসময় অবৈধ মাদক বহনের দায়ে ১ টি বাস গাড়ি ও আটক করাহয়।
আটক কৃতদের উদ্ধাররকৃত অস্ত্র,,গুলি ও জব্দকৃত মাদক সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করাহয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.