দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের প্রতিবাদে লক্ষ্মীপুরে প্রফেসর ড. মো. ইউনুসের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় শ্রমিক লীগ লক্ষ্মীপুর জেলা শাখা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগ।
লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের নির্বাহী সদস্য বেলাল হোসেন কারী সঞ্চালনায় সভাপতিত্বে করেন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর ২ আংশিক সাংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: রাসেল মাহমুদ মান্না, পৌর আ:লীগের সভাপতি জহির উদ্দিন বাবর,সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ পাটওয়ারী,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সাবেক জেলা পরিষদের সদস্য মাহবুবুর হক মাহবুব। পৌর শ্রমিক লীগের আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ জাতীয় শ্রমিকলীগের লক্ষ্মীপুর জেলার শাখা রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ উপজেলা থেকে একাধিক মিছিল নিয়ে মানববন্ধনের অংশ গ্রহন করেন এক হাজার শ্রমীকলীগের নেতা কর্মীসহ জেলা: আঃলীগে বিভিন্ন অংশ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রফেসর ড. ইউনুস দেশের শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছেন। এখন তিনি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করছেন। বক্তারা ড. ইউনুসের আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
মানববন্ধন শেষে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
আলমগীর হোসেন (লক্ষ্মীপুর)