মো:রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিসৌধ চত্তরে ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে সকল শহিদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ ও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন,থানা পুলিশের পক্ষে সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ওসি আবু সাঈদ চৌধুরী ,উপজেলা স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক দল, সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,সাংবাদিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে আটটায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ,ডোমার থানার অফিসার ইনর্চাজ মো.আবু সাঈদ চৌধুরী। পরে জাতীয় সংগীত পরিবেশন,বীর মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার ভিডিপি, স্কাউটস,গার্লস গাইড,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কর্তৃক কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মনজুরুল হক চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শমছের আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মোজাম্মেল হক,কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানরে প্রধানগন উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনব্যাপি নানান কর্মসূচি পালন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.