সরকার ঘোষিত কঠোর লকডাউনের ২য় দিনেও নীলফামারীর ডোমারে প্রশাসন, পুলশি ও সেনা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়। সেনাবাহিনী, থানা পুলশি ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকা নজরদারী করেন।
দিনদিন করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সাধারন মানুষকে অযথা ঘোরাঘুরি করতে মানা, সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার প্রচারনা চালান। মাস্ক ব্যবহার করাসহ সাধারন মানুষকে ঘড়ে থাকার আহব্বান জানান। যারা আইনকে উপেক্ষা করেছে তাদের জরিমানা করা হয়। সরকারের ঘোষিত লকডাউন পালনে প্রশাসন দ্বায়ীত্ব নিয়ে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।