মো:রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার( ১৪ ডিসেম্বর)উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা আওয়ামীলীগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন।পরে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,বেগম রৌশন কানিজ,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী,ফায়ার স্টেশন কর্মকর্তা সাইয়েদ ইমরান প্রমূখ বক্তব্য দেন।
এছাড়াও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী,সহসভাপতি করিমুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মখদুম আযম মাশরাফী প্রমূখ উপস্থিত ছিলেন।