লাইসেন্স ও নিবন্ধন না থাকায় নীলফামারীর ডোমারে ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বেসরকারী বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী।
এসময় সরকারী নিয়ম না মানা এবং লাইসেন্স ও নিবন্ধন না থাকায় শহরস্থ আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং বোড়াগাড়ী নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারগুলোর সকল কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আল আমিন রহমান।
দেশব্যাপী স্বাস্থ্য সেবায় জনগনের আস্থা বাড়ানো এবং অবৈধ ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয় ১০টি শর্ত আরোপ সহ যে অভিযান চলছে, এই অভিযান তারই অংশ।
এ বিষয়ে ডাঃ রায়হান বারী বলেন, মন্ত্রনালয় কর্তৃক শর্ত পুরনে উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোকে লিখিত চিঠি দিয়ে আগামী ৭দিনের মধ্যে তা পুরন করতে নির্দেশনা দেয়া হয়েছে।#
মোঃরিমন চৌধুরী,নীলফামারী
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.