নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতী ইউনিয়নে বৈদ্যুতিক আগুনে ১৫ দোকান পুড়ে ছাই।
শনিবার (২৭ শে মার্চ) রাত পৌনে বারোটার সময় দক্ষিণ গোমনাতী সন্ন্যাসী তলা বাজারে এ ঘটনা ঘটে। এই আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বলে এলাকা বাসী ধারণা করছেন বলে জানান ।
খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত দোকন মালিক ব্যাক্তিরা হলেন ১।ফনি ভুষন রায়(মুদি দোকন) ২।ইব্রাহিম আলী(মুদি) ৩।মজিবর ইসলাম(কাঁচামাল) ৪।নলিত চন্দ্র রায় (সাইকেল মেকার) ৫। আলেফফর রহমান(মেডিসিন) ৬। জগৎ চন্দ্র রায় (কাপড় দোকান) ৭। আমিনুর রহমান(কাপর দোকান) ৮। বিমল চন্দ্র রায়(মুদি) ৯। দুল্লভ চন্দ্র রায়(মুদি) ১০। অরুন চন্দ্র রায়(মুদি) ১১। নজরুল ইসলাম (মুদি) ১২। একরামুল ইসলাম (মুদি) ১৩। মুসা মামুদ ফার্নিচার, ১৪। নিমাই চন্দ্র (পেট্রোল দোকান) ১৫। মজিবুল ইসলাম (মুদি দোকান) গোমনাতী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য
কামরুজ্জামান আগুনে পুড়ে যাওয়া বিষয়টি নিশ্চিত করেন। আনুমানিক চল্লিশ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর
খবর নিতে জান এবং ক্ষতির তালিকা করার নির্দেশ দেন।