জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করা যেত না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। প্রধান মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা এখন বাস্তবায়ন হয়েছে। ২০৪০ সালের মধ্যে উন্নত বাংলাদেশ করার জন্য সরকার কাজ করছে। তাছাড়া বর্তমানে সরকার স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ও কাজ চলছে। মানুষের মধ্যে মতের ভিন্নতা থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরুস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোক্তার বেগম মুক্তা, ও সি মোঃ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমন্ডার নুরুল আলম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোরশেদ তালুকদার, চেয়ারম্যান হারুন অর রশীদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ অনুদানের চেক বিতরন করা হয় । পূর্বাহ্নে একটি র্্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা অফিসার সমিতি, সাংবাদিক ঐক্য পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেল স্কাউট, হাটহাজারী পৌরসভা, হাটহাজারী থানার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম এর সভাপতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, ওসি মোঃ মনিরুজ্জামান। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন#
আসলাম পারভেজ,হাটহাজারী