তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মারা গেছেন। দারুস সালাম শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় হৃদরোগের জটিলতায় ভোগা ৬১ বছর বয়সী মাগুফুলির। দীর্ঘ ১০ বছর এ রোগে ভুগছিলেন তিনি।
রাষ্ট্রায়ত্ত টেলিভেশনে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় এই তথ্য জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট।
ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান জানান, বুধবার দেশটির বৃহত্তম শহর দার এস সালামের একটি হাসপাতালে হার্টের জটিলতায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬১ বছর।
বিবিসি জানিয়েছে, মাগুফুলিকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে প্রকাশ্যে দেখা যায়নি, এ সময় তার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে গত সপ্তাহে বিরোধী দলীয় রাজধানীতিকরা জানিয়েছিলেন, কিন্তু তা নিশ্চিত করা হয়নি।
করোনাভাইরাস নিয়ে সংশয়ে থাকা আফ্রিকার অন্যতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন মাগফুলি। ভাইরাসটি ঠেকাতে তিনি প্রার্থনা ও ভেষজের বাষ্প গ্রহণের থেরাপি নেয়ার আহ্বান জানিয়েছিলেন।
প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ১৪ দিন ধরে শোক পালন করা হবে এবং এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট।
এদিকে, মাগুফুলির মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির বিরোধী দলের নেতা জিত্তো কাবুয়ে।
টুইটবার্তায় তিনি বলেন, দেশের উন্নয়নে অবদান রাখায় জাতি তাকে (মাগুফুলি) মনে রাখবে।
তানজানিয়ার সংবিধান অনুযায়ী, সদ্য প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির স্থলাভিষিক্ত হবেন ৬১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট হাসান।