বরগুনার তালতলী উপজেলার বড়বাগী ও সোনাকাটা ইউনিয়নের সংযোগ রাস্তা সংস্কার না হওয়ায় বড় আমাখোলা গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল করতে চরম দুর্ভোগে পোহাতে হয় এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে ক্ষোভে ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ জন্য এলাকাবাসী শনিবার ১৬ সেপ্টেম্বর সকালে রাস্তায় ধান চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।
তাঁরা জানান, বৃষ্টির দিনে জুতা হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাঁদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তাটি বেহাল হওয়ার কারণে কৃষকেরা পণ্য বাজারজাত ও স্থানীয় শিক্ষার্থীরা বিদ্যালয় যেতে পারে না।
এ বিষয়ে ডক্টর এ,কে,এম মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বৃষ্টির দিনে এই রাস্তার জন্য প্রতিদিন স্কুলে যেতে কষ্ট হয়,জামা কাপড় নষ্ট হয়ে কাঁদা লেগে। বিদ্যালয়টির ছাত্র -ছাত্রীরা রাস্তাটি পাকা করার দাবি করেন সরকারের কাছে।
এলাকায় মোশারফ মোল্লা, সোহেল খানসহ একাধিক বাসিন্দারা বলেন, তালতলী উপজেলা ১০ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এই রাস্তাটি দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি।
ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজান বলেন,বৃষ্টির দিনে ছাত্র-ছাত্রীদের আসতে অনেক কষ্ট হয় রাস্তাটি পাকা হলে ছাত্র-ছাত্রীদের ভালো ভাবে স্কুলে আসতে।
এ বিষয়ে সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুস বলেন,রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রুত পাকা করা দরকার। তবে,ধানের চারা রোপণের বিষয়টি আমার জানা নেই।
সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)