তুমি সুন্দর তাই তোমাকে ভালোবাসি
বাতাস আছে বলে আমরা বেঁচে আছি,
আকাশ আছে বলে দেখি চাঁদের হাসি
নদীর স্রোত বলে আমরা জলে ভাসি।
প্রেমের ভালোবাসা মানুষের সাধনা
সুখময় স্বর্গের মানুষের কামনা;
নারী-পুরুষের সঙ্গমে থাকে বাসনা
সৃষ্টির প্রেমালাপ মিলনের বন্দনা।
প্রেম-প্রীতি ভালোবাসা মায়ার বন্ধন
দয়া-মায়া কৃপা-স্নেহ করে আলিঙ্গন
দয়ার সাগর যিনি লালন পালন
সকলের তরে সকলে আমরা জন।
তুমি সুন্দর তাই পৃথিবীও সুন্দর
আসি আর যায় কত জগত বন্দর;
জীবন তরীখানি কবে করে নোঙর
জানিনা আমরা সকলে মৃত্যুর পর।
তবুও তো ভালোবাসা ছাড়ি নাই আশা
মানুষ মানুষের জন্য প্রাণীর দশা
কন্টক মরুভূমি কন্টক ভালোবাসা
সাধন ভোজন করেছে পথের দিশা।
চিরদিন সুখের জন্য মনোবাসনা
কষ্টের দিনগুলো দূরে যেতে প্রার্থনা
সকল প্রাণীর মুক্তি সুখের কামনা
জ্ঞানীর জ্ঞান লাভে করে যায় সাধনা।
ধর্মের ধ্বজাধারী মনোমুগ্ধ পূজারী
সুবিশাল স্বর্গ সুখ ধ্যানে মগ্ন করি;
সাধু-সাধ্ববী জন প্রাণীর নর-নারী
সকলের জন্য মঙ্গল কামনা করি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.