সামাজিক অবক্ষয় রোধে এবং সমাজকে সুগঠিত করতে, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সমাজের সকল পেশার, সকল শ্রেণীর মানুষদেরকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে এগিয়ে নিতে হবে বলে মনে করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসনে ডলার।
জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন কাহালু উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও নব নির্বাচিত ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন কাহালু উপজেলা, জামগ্রাম ইউনিয়ন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আজ কাহালু উপজেলা কার্যালয়ে বগুড়া জেলা কমিটি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
সেই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার এস এম রায়হান, সদস্য রানা।
সেই সঙ্গে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন কাহালু উপজেলা কমিটির সভাপতি বাবলু সকিদার সহ-সভাপতি ছবিবর রহমান, মতিউর রহমান সরকার, ইকবাল হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন পরামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল হোসেন প্রামানিক, হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ হানজালা সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা, জামগ্রাম ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ ইকবাল শেখ, সাধারণ সম্পাদক এনামুল হক রনি, কার্যনির্বাহী সদস্য আসাদুল সরদার, মোরশেদুল সরদার প্রমুখ।।
আরমান হোসেন ডলার, বগুড়াঃ