মা ও মাটি নিখাদ খাঁটি
স্নেহের পরশ পাই
তাঁদের তরে নিজের জীবন
বিলিয়ে দিও ভাই।
এমন সোনার দেশটি কভু
তুলনা যার নাই,
মাটির সাথে মিশে আছে
হৃদয় কোনে ঠাঁই।
প্রাণটা জুড়ায় নিত্য মোদের
দেখে সবুজ বন,
লতা-পাতার রূপের সাজে
শীতল হয় যে মন।
এই দেশেতে জনম নিয়ে
জীবন হলো ধন্য,
মাটি বাতাস দেহের সনে
মিত্রতায় রয় গন্য।
ঠেকাই মাথা দেশের তরে
গাহি সাম্যের গান,
বীর সৈনিকে আনে সম্মান
লাল সবুজে মান।